× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

২২ মে ২০২২, ০৩:৪০ এএম

অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশটির লেবার পার্টির নেতা অ্যান্টনি নরম্যান আলবেনিজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‌

রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তা থেকে এ তথ্য জানা গেছে। 

অভিনন্দন বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। 

অভিনন্দন বার্তায় দেশটির ফেডারেল নির্বাচনে অ্যান্টনি নরম্যান আলবেনিজের নেতৃত্বে লেবার পার্টির জয়কে অস্ট্রেলিয়ার জনগণের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশের স্বাধীনতার প্রতি অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উদার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। 

তিনি পুনর্ব্যক্ত করেন, ‘আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে। ক্লিন এনার্জি, মেরিটাইম সিকিউরিটি, ওসিয়ান গভর্নেন্স এবং ব্লু ইকোনমিতে আমাদের সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে।’

সরকার প্রধান বলেন, ‘যেহেতু দুই দেশ আমাদের বন্ধুত্বের ৫০ বছর পালন করছে, আমরা পারস্পরিক স্বার্থ, পরিপূরকতা এবং আন্তঃনির্ভরতার নতুন নতুন ক্ষেত্র অন্বেষণ করব, যাতে আমাদের সম্পর্কগুলো মূল অংশীদারিত্বের দিকে উন্নীত হতে পারে। একসঙ্গে, আমরা ভারত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রচার করতে পারি এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে পারি।’

অস্ট্রেলিয়ান নেতাকে উদ্দেশ্য করে তার চিঠিতে শেষ করেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি আপনি ১৯৭৫ সালে বাংলাদেশ সফরে আসা প্রধানমন্ত্রী গফ হুইটলামের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসেবে পুনরুত্থিত বাংলাদেশের শক্তির প্রশংসা করতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে আসবেন। এই ধরনের উচ্চ-স্তরের মিথস্ক্রিয়া আমাদের বন্ধুত্বের বিদ্যমান বন্ধনকে আরও দৃঢ় করবে এবং দ্বিপাক্ষিক স্বার্থ ও সমসাময়িক আঞ্চলিক-বৈশ্বিক সমস্যাগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করতে সাহায্য করবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.