× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিআরটিসি ও ভিশনস্প্রিং এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

২৯ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)'র চালক ও কর্মকর্তা/কর্মচারীদের চক্ষুসেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি ও ভিশনস্প্রিং বাংলাদেশ এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


গতকাল বুধবার বিকাল ৩টায় রাজধানী ঢাকার মতিঝিলে ‘পরিবহন ভবন’ এর সভাকক্ষে এ সমঝোতা চুক্তিতে বিআরটিসি’র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা এবং ভিশনস্প্রিং বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর, মিশা মাহজাবীন।

 

চুক্তি অনুযায়ী, ভিশনস্প্রিং বাংলাদেশ বিআরটিসি’র প্রায় ৪ হাজার জন চালক ও কর্মকর্তা/কর্মচারীকে চক্ষুপরীক্ষা সেবা প্রদান করবে। যাদের চশমার প্রয়োজন হবে (রিডিং গ্লাস ও প্রেসক্রিপশন উভয় ধরণের) তাদেরকে চশমা প্রদান করা হবে। চোখ পরীক্ষার এই কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে সারাদেশে বিআরটিসি’র ডিপো/ইউনিটগুলোতে উক্ত কার্যক্রম চলবে। 


পরীক্ষা ফি বাবদ সেবাগ্রহীতারা জনপ্রতি ৫০ টাকা নিবন্ধন ফি প্রদান করবেন। প্রদানের এই কার্যক্রম আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ হতে শুরু করে আগামী ৩০শে এপ্রিল, ২০২৭ সাল পর্যন্ত চলবে। 


অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা বলেন,  ঢাকা ও ঢাকার বাইরে আমাদের চালকরা এই চক্ষুপরীক্ষা সেবা কার্যক্রমের আওতায় আসলে, চালকদের চোখ পরীক্ষা করতে পারলে- চালকরা অন্তত চক্ষু সমস্যার কারণে দূর্ঘটনা কম করবে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

ভিশনস্প্রিং বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, বাংলাদেশে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় পাঁচ লাখ শ্রমিকের চোখ পরীক্ষা করেছি এবং তাদের মধ্যে ৩০ শতাংশের বেশি শ্রমিকের চশমার প্রয়োজন ছিল এবং তারা চশমা পেয়েছেন। আমরা আরও বেশি এ সেবা পৌঁছে দিতে চাই। ২০০১ সাল থেকে ভিশনস্প্রিং নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে কাজ করছে। 


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র পরিচালক অর্থ ও হিসাব, জনাব ড অনুপম সাহা, পরিচালক প্রশাসন ও অপারেশন, জনাব মো. রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরী ও প্রশিক্ষণ, জনাব কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, ডিজিএমগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ভিশনস্প্রিং বাংলাদেশ কর্মকর্তাগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.