× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস : ফারুকী

ডেস্ক রিপোর্ট।

২৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

কালচারাল এস্টাবলিশমেন্ট নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস। নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে।

রক মিউজিক নিয়ে এদের আতঙ্ক তো আমরা জানি। কিন্তু আপনারা জানেন কি, এই এস্টাবলিশমেন্ট ফটোগ্রাফিকে কোনো আর্টই মনে করত না? শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফিকে বিভাগ আকারে চালু করানোর অনেক চেষ্টা করা হয়েছিল। এই চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়েও হয়েছিল। কিন্তু আমাদের আজব কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা হতে দেয়নি এই ৫৪ বছর।

তাদের কাছে এটা যথেষ্ট আর্ট ছিল না।’

তিনি বলেন, ‘অথচ ফটোগ্রাফিতে আমাদের অসাধারণ সব অ‍্যাচিভমেন্ট আছে। আজকে আমির হামজার ছবি টাইম ম্যাগাজিনের ১০০ সেরা ছবির তালিকায় স্থান পাওয়া সূত্রে এসব মনে হলো। এর আগে কে এম আসাদ, তাসলিমা আখতার এবং মুনীরুজ্জামানের ছবি এই তালিকায় ছিল।

এ ছাড়া শহীদুল আলম, সরকার প্রতীক তাদের তোলা ছবি টাইমে ব্যবহার করা হয়েছিল। আমির হামজার কিছু ব্রিলিয়ান্ট কাজ ছিল নিউইয়র্ক টাইমসের জন‍্য করা। আর ওয়ার্ল্ড প্রেস ফটোসহ আরো বহু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশি ফটোগ্রাফারদের অসাধারণ অ‍্যাচিভমেন্ট আছে।’ 

উপদেষ্টা আরো বলেন, ‘দেরিতে হলেও শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি বিভাগ অন্তর্ভুক্ত হচ্ছে। পাশাপাশি আরো অনেক নতুন বিভাগ হচ্ছে।

জড়তা ভাঙার এখনই সময়।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.