× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড় পরিবর্তন আসছে বিসিএস প্রশ্নের ধরনে

ডেস্ক রিপোর্ট।

১৮ নভেম্বর ২০২৫, ১৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্র কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই লক্ষ্যে সম্প্রতি পিএসসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিসিএস পরীক্ষার বিদ্যমান সিলেবাসের দুর্বলতা চিহ্নিত করে আধুনিক, আন্তর্জাতিক মানদণ্ডসম্মত নতুন সিলেবাস তৈরির সুপারিশ করা হয়েছে।

‘কনসাল্টেশন ওয়ার্কশপ অন বিসিএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন’ শীর্ষক এই কর্মশালা উঠে আসে, বর্তমানে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস ও প্রশ্নপত্র তৈরির কাঠামো রয়েছে, তা দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। বর্তমান সিলেবাসের বেশ কিছু অংশ অপ্রয়োজনীয়, অস্পষ্ট এবং অতিরিক্ত দীর্ঘ হওয়ায় প্রার্থীরা প্রস্তুতির ক্ষেত্রে স্পষ্ট দিকনির্দেশনা পান না।

বিশেষজ্ঞদের মতে, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে জাতীয় কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্ঞান ও দক্ষতাভিত্তিক একটি নতুন কাঠামো প্রণয়ন প্রয়োজন।

এ ছাড়া সিলেবাস পরিবর্তনের পাশাপাশি প্রশ্নপত্র তৈরির ধরন, মার্কস বিভাজন এবং মূল্যায়ন পদ্ধতির সঙ্গেও সমন্বয় আনার বিষয়ে আলোচনা হয়। ধাপে ধাপে এসব পরিবর্তন কার্যকর করা হবে এবং যথাযথ সময় হাতে রেখে প্রার্থীদের তা জানানো হবে বলে কর্মশালায় মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা আরও জানান, নতুন সিলেবাস এমনভাবে তৈরি করা হবে যাতে তা শুধু বিসিএস নয়, অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রস্তুতিতেও দক্ষতা বাড়াতে সহায়ক হয়। পরিবর্তনকে সময়োপযোগী, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে একাধিক প্রস্তাব পেশ করা হয় কর্মশালায়।

বিপিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম কর্মশালায় বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি।

কর্মশালায় বিপিএসসির সদস্যরা, ইউএনডিপির প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.