রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রধানত চারটি দুর্বলতা রয়েছে বলে মনে করেন পরামর্শদাতা প্রতিষ্ঠান ট্রেস কনসাল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান।
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেস কাউন্সাল্টিং আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ তথ্য জানান।
ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইশতেহার ঘোষণা করার ক্ষেত্রে ৪টি প্রধান দুর্বলতা রয়েছে। সেগুলো হলো, জনগণের সরাসরি মতামত না নেওয়া, পিছিয়ে পড়া অঞ্চলগুলোর আসনের জন্য নির্দিষ্ট সুবিধা না রাখা, ব্যবসায়িক ও কৃষি অঞ্চলকে বিশেষ গুরুত্ব না দেওয়া এবং ইশতেহারের প্রতিশ্রুতি রক্ষার হার কম হওয়া।
রাজনৈতিক দলগুলোকে আগামী জাতীয় নির্বাচনে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা ও প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানিয়েছেন ফুয়দ মোহাম্মদ খালেদ হাসান।
সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি সাইফুল হক, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্য সচিব মো. আকতার হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মাদ হাতেম।