× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০ মিনিট আকাশে উড়ে যাত্রী নামিয়ে দিল বিমান

ডেস্ক রিপোর্ট।

১১ আগস্ট ২০২৫, ১৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

উড্ডয়নের কিছু বাদে ফিরে আসতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটকে। কারণ তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল।

সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে চট্টগ্রামগামী ফ্লাইট বিজি ৬১৫ তে এ ঘটনা ঘটে।

বিমান সূত্র জানিয়েছে, চট্টগ্রামগামী এই বিমানটি ২০ মিনিট উড়ে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে মূলত কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায়। তাপমাত্রা কোনভাবে নিয়ন্ত্রণে না আসায় তৎক্ষণাৎ পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে বিমান বহরের ড্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজ দিয়ে পরিচালিত এই ফ্লাইট। কিন্তু বেশিক্ষণ যেতে না যেতেই ঠিক ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে।

গতকাল রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.