× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিন্ময়কে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

ডেস্ক রিপোর্ট

০৫ মে ২০২৫, ১২:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের বহিষ্কৃত সংগঠক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ ( মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন শুনানি শেষে পুলিশের করা এই আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

এপিপি জানান, চিন্ময়ের নিরাপত্তা সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে আদালতে শারীরিকভাবে হাজির না করে জেলখানা থেকে ভার্চুয়াল শুনানিতে যুক্ত করা হয়।

চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হলো আইনজীবী আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যার মামলা, এবং বাকি তিনটি পুলিশের কাজে বাধা, আইনজীবী বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা হয়েছে।

হত্যা মামলার শুনানি হয় রোববার ভার্চুয়াল আদালতে। বাকি তিন মামলার শুনানি হবে মঙ্গলবার।

এর আগে, গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে আদালতের ওই নির্দেশের পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময়ের অনুসারীরা তাণ্ডব চালায় এবং তাকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আটকে রাখে। পরে পুলিশ বিজিবি লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকা পর্যন্ত।

সংঘর্ষের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.