× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ দিনের রিমান্ডে পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ

ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২৫, ১৮:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ(২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানালেও বিচারক তা নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বনানী থানা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল গাইবান্ধা থেকে মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

নিহত পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। চলছিল তার মিডটার্ম পরীক্ষা। গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র‍্যাংকন বিল্ডিংয়ের সামনের একটি খাবারের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। তখন একই স্থানে দাঁড়ানো ইউনিভার্সিটি অব স্কলারসের দুই ছাত্রীকে নিয়ে পারভেজ ও তার বন্ধুরা হাসাহাসি করছেন কি না, তা জানতে এগিয়ে যান অভিযুক্ত মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস এবং মাহাথির হাসান।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, কথাকাটাকাটির একপর্যায়ে বিষয়টি প্রাইম এশিয়ার প্রক্টর অফিস পর্যন্ত গড়ায়। শিক্ষকরা আপাতত বিষয়টি মীমাংসা করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরই গেটের সামনে পারভেজের ওপর হামলা চালানো হয়। এতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন—মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস, মো. মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম।

এর আগে গত ২১ এপ্রিল গ্রেপ্তার আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ এবং আল আমিন সানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ এপ্রিল গ্রেপ্তার আল কামাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় মিয়াজীরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এছাড়া, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামি মাহাথির হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.