কাতারের
প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে
সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ
(২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ
অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে
তারা বৈশ্বিক শান্তি, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় অধ্যাপক
ইউনূস তাঁর সামাজিক ব্যবসা ও 'থ্রি জিরো' আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এর
আগে অধ্যাপক ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে 'তিনটি শূন্যের একটি বিশ্ব' শীর্ষক একটি বিশেষ বক্তৃতা দেন। বক্তব্যে তিনি বিশ্বের তরুণ প্রজন্মকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নির্গমন—এই তিন শূন্য
লক্ষ্য (থ্রি জিরো) অর্জনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি
বলেন, বিশ্বকে পরিবর্তন করতে হাজার লোকের প্রয়োজন নেই। মাত্র পাঁচজন তরুণ সাহস করে সিদ্ধান্ত নিলেই থ্রি জিরো ক্লাব গঠন সম্ভব। এই ক্লাব বিশ্বে
ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।