× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা আত্মবিনাশী এক সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি- ড. ইউনুস

ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৫, ১৫:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বর্তমান সভ্যতা শুধু মাত্র বর্জ্য তৈরি করছে এবং ধারা অব্যাহত থাকলে একসময় তা মানবজাতির আত্মবিনাশ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ . মুহম্মদ ইউনূস।

আজ (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ নম্বর মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক এই আলোচনায় . ইউনূস তার প্রবর্তিতথ্রি জিরোতত্ত্বের ওপর বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।

. ইউনূস বলেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, যা এক সময় আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাঁর মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দরকার একটি নতুন অর্থনৈতিক দর্শন, যেখানে সমাজ, পরিবেশ এবং মানব মর্যাদার সমন্বয় ঘটবে।

অনুষ্ঠান শেষে তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা . খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.