× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাশ্মীরে সন্ত্রাসী হামলা; মোদিকে ড. ইউনূসের শোকবার্তা

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২৫, ২০:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। হামলায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে আবারও নিশ্চিত করছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় অটল।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বন্দুকধারীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ভারতের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে 'জঘন্য কাজ' আখ্যা দিয়ে এর নিন্দা জানান। একই সঙ্গে তিনি হামলাকারীদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.