× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি; রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্রসংসদের আমরণ অনশন

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে এবং কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্তত ১৫ জন নেতাকর্মী।

আজ (২৩ এপ্রিল) রাত ১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই আমরণ অনশন শুরু হয়। সকাল ১০টার দিকে দেখা যায়, অনশনকারীরা রাজু ভাস্কর্যে ব্যানার বিছিয়ে শুয়ে-বসে অবস্থান করছেন।

এর আগে, গতকাল (২২ এপ্রিল) বিকেল ৫টা থেকে প্রতীকী অনশনে বসেছিলেন ছাত্রসংসদের নেতাকর্মীরা। আমরণ অনশনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব। ইতোমধ্যে আমাদের একটি প্রতিনিধিদল কুয়েটে পৌঁছেছে। আশা করছি, আজই এর একটি সমাধান আসবে।

অনশনে অংশ নিয়েছেন ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, ঢাবি শাখার সদস্যসচিব মহির আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী। অন্যান্যের মধ্যে রয়েছেনলিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা সায়লা আক্তার।

এর আগে, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১০টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ না করায় শতাধিক শিক্ষার্থী রাজু ভাস্কর্যে জড়ো হন। পরে রাত ১০টা ৪০ মিনিটে তারা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.