× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আদালতকে পলক

৫ আগস্ট গভীর রাত পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন

ডেস্ক রিপোর্ট

২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম

ছবিঃ সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন, গত আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন স্পিকার . শিরীন শারমিন চৌধুরী, সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন। টানা দীর্ঘ সময়বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ততারা সেখানে অবস্থান করেন। পরবর্তীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

আজ (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে এক রিমান্ড শুনানিতে এসব তথ্য প্রকাশ করেন পলক নিজেই। শুনানিতে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি কোনো অন্যায় করিনি। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক, আমি সহযোগিতা করতে প্রস্তুত।

শুনানি শেষে আদালত রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ১৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় হত্যা হত্যাচেষ্টা মামলায় তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি, বাড্ডা থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.