× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসিনা ও টিউলিপকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু- দুদক কমিশনার

ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২৫, ১৮:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাগ্নি, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আমরা কাজ শুরু করেছি। শেখ হাসিনা টিউলিপ সিদ্দিককে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারত হয়ে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি রাজউকের একটি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার জালিয়াতির মাধ্যমে নিজের পরিবারের সদস্যসহ ২৩ জনকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ দিয়েছেন। এসব অভিযোগে দুদক কর্তৃক করা হয়েছে ৬টি মামলা।

টিউলিপ সিদ্দিকের বিষয়ে প্রশ্ন করা হলে হাফিজ আহসান ফরিদ বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটিকে 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট' (MLAR) বলা হয়। এরপর এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে যাবে এবং সেখান থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। এই কাজ আমরা ইতোমধ্যে শুরু করেছি।

তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক হিসেবেই বিবেচিত। তাকে বিদেশি নাগরিক হিসেবে ধরা হচ্ছে না। মামলা যখন হয়েছে, তখন তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াও শুরু হবে।

রেড অ্যালার্ট জারি করা হয়েছে কি নাএমন প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। তিনি বলেন, রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনো কমিশনের আলোচ্য বিষয়ে আসেনি। তবে এটি পরবর্তী কমিশন সভায় আলোচিত হবেএই সপ্তাহে না হলেও, আগামী সপ্তাহে।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার চুক্তি করার প্রক্রিয়াও চলছে। এসব চুক্তি সম্পন্ন হলে আমরা আরও কার্যকরভাবে সহযোগিতা পাব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.