× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪ ঘণ্টা পর থামল ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২৫, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবশেষে দীর্ঘ প্রায় চার ঘণ্টার অস্থিরতা শেষে স্বাভাবিকতা ফিরে এসেছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায়। আজ (২২ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আকস্মিক সংঘর্ষের পর, বিকেল ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সময় মিরপুর সড়কে যান চলাচল আবার শুরু হয়, সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলে।

বেলা পৌনে ১২টার দিকে সংঘর্ষের সূচনা ঘটে। হঠাৎ করেই দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া করতে শুরু করলে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো সায়েন্সল্যাব এলাকা। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। এসময় সংঘর্ষে উভয় কলেজের একাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং উভয় কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দফায় দফায় আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত বিকেল ৪টার দিকে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়।

ঘটনার পেছনের কারণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ। গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় মারধরের শিকার হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধারণা করেন, এতে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই ভুল বোঝাবুঝি থেকেই আজকের সংঘর্ষের সূত্রপাত।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। উভয় কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। পুলিশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সতর্কতা হিসেবে পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবেন যতক্ষণ না পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

এই সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন ডিসি মাসুদ আলম। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.