হেফাজতে
পুড়ে যাওয়ার যে খবর সম্প্রতি
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়
বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ
(২২ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স
বিভাগের উপ-পুলিশ কমিশনার
(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বিষয়টি
নিশ্চিত করেন। তিনি বলেন,
বিভিন্ন
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়
যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।
কেস ডায়েরি ডিবির হেফাজতে পুড়ে যায়নি।
এর
আগে, হাইকোর্টে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ জানান, গত ৫ আগস্ট
ডিবি অফিসে আগুন লাগে এবং তাতে অনেক রেকর্ড পুড়ে যায়। তিনি মামলাটির তদন্ত সম্পন্নে আরও ৯ মাস সময়
চান। তবে তিনি আদালতকে আশ্বস্ত করেন যে তদন্তে অগ্রগতি
হয়েছে এবং কাজ এগিয়ে চলছে।
হাইকোর্ট
পরে মামলাটির তদন্ত সম্পন্ন করতে ডিবিকে আরও ৬ মাস সময়
দিয়েছেন।
উল্লেখ্য,
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, সাগর-রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত ও কেস ডায়েরি
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এ নিয়ে নতুন
করে আলোচনা সৃষ্টি হয়। তবে ডিএমপি এ তথ্যকে 'সম্পূর্ণ
ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে।