× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাতার পৌঁছে লালগালিচা সংবর্ধনা পেলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২৫, ১০:২৯ এএম । আপডেটঃ ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম

ছবিঃ সংগৃহীত।

চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস। তিনি কাতারে আয়োজিত 'আর্থনা সামিট ২০২৫'- অংশগ্রহণ করবেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান এবং রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেইজে তথ্য নিশ্চিত করেন।

প্রেস উইং জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। সামিটে অংশগ্রহণ ছাড়াও অধ্যাপক ইউনূসের কাতারের আমিরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

'আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ঐতিহ্যবাহী জ্ঞান’—এই প্রতিপাদ্যে ২২ ২৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে 'আর্থনা সামিট ২০২৫' এটি সামিটের দ্বিতীয় আয়োজন।

কাতারের উষ্ণ শুষ্ক আবহাওয়ার প্রেক্ষাপটে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর বিষয়টি সামিটে গুরুত্ব পাবে। ইভেন্টে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা গোলটেবিল বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রথাগত জ্ঞান আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক খুঁজে বের করার উপর জোর দেবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.