× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারভেজ হত্যা; গ্রেফতার ৩ জনের ৭ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২৫, ১৭:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তিনজনকে দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ (২১ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করলে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করলে আদালত এই আদেশ দেন।

গ্রেফতার তিনজন হলেনআল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯) বনানী থানা পুলিশ জানায়, এদের প্রত্যেকেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার সময় এরা উপস্থিত ছিলেন। মামলার এজাহারে থাকা দুই নম্বর আসামিকে মোবাইল ফোনে ডেকে আনার পেছনেও তাদের ভূমিকা রয়েছে। এছাড়াও ঘটনার আগে পরে তাদের সঙ্গে মেসেজ আদান-প্রদান হয়েছে।

আল কামাল শেখ থাকেন বিটিসিএল কলোনিতে, তার গ্রামের বাড়ি খুলনার তেরখাদার বিলদুড়িয়া এলাকার শেখপাড়ায়। আলভী হোসেন জুনায়েদ বনানী মসজিদ গলির বাসিন্দা, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুরে। আর আল আমিন সানির ঠিকানা মহাখালীর ওয়ারলেস গেট এলাকা, গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করার জেরে পারভেজের সঙ্গে ইংরেজি বিভাগের কিছু শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তখনই বিষয়টি মীমাংসা করা হয়।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর, বনানীর রাস্তায় ৩০ থেকে ৪০ জন যুবক পারভেজকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে পারভেজকে দাফন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.