× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পারভেজ হত্যা; ফুটেজ বিশ্লেষণের পর গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৪) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেনআল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ আল আমিন সানি। তিনজনেরই বয়স ১৯ বছর। তারা কেউই মামলার এজাহারনামীয় আসামি নন, তবে সিসিটিভি ফুটেজ বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণে দেখা গেছে, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, তারা মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিল এবং মোবাইল ফোনে মেসেজ আদান-প্রদানের মাধ্যমে নম্বর আসামিকে ঘটনাস্থলে আসতেও আহ্বান জানিয়েছিল। তদন্তে আরও জানা গেছে, তিনজন হত্যার সঙ্গে সরাসরি যুক্ত এবং তাদের মাধ্যমে এজাহারনামীয় অজ্ঞাত আরও কয়েকজন আসামির পরিচয় অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গ্রেপ্তারদের মধ্যে আল কামাল শেখ থাকেন বিটিসিএল কলোনিতে, যার গ্রামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার বিলদুড়িয়া শেখপাড়া এলাকায়। আলভী হোসেন জুনায়েদ থাকেন বনানী মসজিদ গলিতে, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুরে। আর আল আমিন সানি মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় বসবাস করেন, তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় তাদের উপস্থিতি সিসিটিভি ফুটেজে দেখা গেছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও তাদের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। চলছিল মিডটার্ম পরীক্ষা। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় পরীক্ষা শেষে তিনি বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ্যানকন বিল্ডিংয়ের সামনের একটি পুরি-শিঙাড়ার দোকানে আড্ডা দিচ্ছিলেন। সে সময় ইউনিভার্সিটি অব স্কলারসের দুই ছাত্রী তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ধারণা করা হয়, ছাত্রীদের নিয়ে পারভেজ তার বন্ধুরা হাসাহাসি করছিলএমন অভিযোগে মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস মাহাথির হাসান নামে তিনজন সেখানে এসে তাদের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্ক সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে এবং পরে বিষয়টি গড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত। শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় গেটের সামনে পারভেজের ওপর অতর্কিত হামলা চালানো হয়, যাতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়, যাদের মধ্যে কয়েকজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকিরা বহিরাগত। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন সন্দেহভাজন আসামি মামলার এজাহারনামীয়দের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কেও জানে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.