১৯৭১
সালের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সম্পদ ফেরত ও গণহত্যার জন্য
সাধারণ ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে পাকিস্তান। আজ (১৭ এপ্রিল) পররাষ্ট্র
মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে
এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
এর
আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
ব্রিফিংয়ে
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ৭১ সালের গণহত্যার
জন্য পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি উত্থাপন করেছে। পাকিস্তান বিষয়টি নিয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানিয়েছে।
তিনি
আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানের কাছে ৪ দশমিক ৩২
বিলিয়ন ডলার ফেরতের দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে আলোচনা
অব্যাহত থাকবে।
সচিব
জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল ও ফলপ্রসূ করতে
নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে। তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল পাকিস্তানের
পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন, যা দ্বিপক্ষীয় আলোচনায়
ধারাবাহিকতা আনার একটি ইতিবাচক পদক্ষেপ।
বৈঠকে
সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা
নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি
বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঐতিহাসিকভাবে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে আলোচনা গুরুত্বপূর্ণ।
এছাড়া
বাংলাদেশি পণ্যের পাকিস্তানি বাজারে প্রবেশ, শিগগিরই ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনার বিষয়ে উভয় দেশ অঙ্গীকার প্রকাশ করেছে।