ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানান, তফসিল ঘোষণার আগেই যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে বিদ্যমান আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আনোয়ারুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। আমরা চাই, নতুন ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কয়েকটি জেলা ঘুরে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা আরও উন্নত ব্যবস্থাপনায় যাবে। ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে, এবং আরও ভালো হবে বলেই আমাদের বিশ্বাস।
ভোটার তালিকা নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিপূর্ণ ও নির্ভুল ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করেছি এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আমরা সন্তুষ্ট। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন করা। বাস্তবে দেখা যাচ্ছে, বাদ পড়া ভোটার পুনঃনিবন্ধন হয়েছে ৪৩ লাখের বেশি এবং নতুন যুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। সব মিলিয়ে মোট নিবন্ধিত হয়েছেন ৬৩ লাখ ভোটার।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তাদের ভোটার তালিকায় যুক্ত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা আশা করছি, আগামী জুনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়া যাবে।