ঢাকা
মহানগর পুলিশের
(ডিএমপি) গোয়েন্দা
শাখা (ডিবি) প্রধান অতিরিক্ত
পুলিশ কমিশনার
মো. রেজাউল করিম মল্লিককে
বদলির সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা
নেই বলে জানিয়েছেন
স্বরাষ্ট্র
উপদেষ্টা
লেফটেন্যান্ট
জেনারেল
(অব.) মো. জাহাঙ্গীর
আলম চৌধুরী।
আজ
(১৫ এপ্রিল) সচিবালয়ে
আইনশৃঙ্খলা
কমিটি সংক্রান্ত
কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের
প্রশ্নের
জবাবে তিনি বলেন, ডিবি প্রধানকে
সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনার কোনো সম্পর্ক
নেই। এটা একটি রুটিন প্রক্রিয়া।
কেউ দায়িত্বে
আসবেন, কেউ দায়িত্ব
ছাড়বেন— এটা স্বাভাবিক।
স্বরাষ্ট্র
উপদেষ্টা
আরও জানান, পুলিশের
পোশাক ও লোগো পরিবর্তনের
সিদ্ধান্ত
পর্যায়ক্রমে
বাস্তবায়ন
করা হবে। তিনি বলেন, আমরা চাই পুলিশ বাহিনী আধুনিক হোক, বাহিনীর
পরিচিতির
ভিজ্যুয়াল
উপাদানগুলোও
যুগোপযোগী
হোক। সেই লক্ষ্যেই
পরিবর্তনের
উদ্যোগ নেওয়া হয়েছে।
পয়লা
বৈশাখ ও চৈত্রসংক্রান্তি
উদযাপন প্রসঙ্গে
উপদেষ্টা
বলেন, এই বছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সবাই একসঙ্গে
নববর্ষ উদযাপন করেছে। এটি আমাদের জন্য গর্বের।
আইনশৃঙ্খলা
রক্ষায় নিরাপত্তা
বাহিনী, গণমাধ্যম
এবং সাধারণ জনগণের ভূমিকা ছিল প্রশংসনীয়।
তিনি
বলেন, রাঘব বোয়ালদেরও
ছাড় দেওয়া হচ্ছে না। তবে আইনের ফাঁদে পড়তে হবে— তারপর ব্যবস্থা
নেওয়া হচ্ছে। কেউ জালে পড়লে তাকে ছাড়া হচ্ছে না।
সুনামগঞ্জে
দেওয়া নিজের বক্তব্য
প্রসঙ্গে
জাহাঙ্গীর
আলম চৌধুরী বলেন, আমি বলিনি সরকারকে
জনগণ আরও ৫ বছর চায়। সাধারণ মানুষ নিজেরাই
আমাকে তা বলেছে। আমি শুধু তা উদ্ধৃত করেছি। প্রধান উপদেষ্টা
ইতোমধ্যেই
বলেছেন, ডিসেম্বর
থেকে জুনের মধ্যে নির্বাচন
অনুষ্ঠিত
হবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।
উল্লেখ্য,
গত ১০ এপ্রিল সুনামগঞ্জের
শান্তিগঞ্জ
থানার পরিদর্শন
শেষে সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে
তিনি বলেছিলেন,
দেশের আইনশৃঙ্খলা
পরিস্থিতির
উন্নতি হয়েছে এবং সেই প্রচেষ্টা
আরও বাড়বে। তখন তিনি বলেন, রাস্তা থেকে মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন। তার এই বক্তব্যকে
ঘিরে দেশজুড়ে
নানা আলোচনার
জন্ম হয়।