মডেল
মেঘনা আলমকে গ্রেপ্তারের
বিষয়ে সরকার প্রচলিত
আইনই প্রয়োগ করেছে বলে জানিয়েছেন
প্রধান উপদেষ্টার
বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
আজ
(১৫ এপ্রিল) সচিবালয়ে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের
সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা
সংক্রান্ত
কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের
প্রশ্নের
জবাবে তিনি এ মন্তব্য
করেন।
সম্প্রতি
বিশেষ আইনে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার
করা হয়েছে— এ বিষয়ে জানতে চাইলে খোদা বখস বলেন, এই আইনটা বেআইনি নয়। এটি একটা নির্দিষ্ট
ক্ষেত্রে
ব্যবহার
করা হয়েছে। এখন কেন এবং কীভাবে এটি প্রয়োগ হলো, সেটি একটি অভিযোগের
ভিত্তিতে
প্রক্রিয়াধীন।
বিষয়টি হাইকোর্টে
বিচারাধীন
রয়েছে, তাই এ নিয়ে মন্তব্য
করা ঠিক হবে না।
তিনি
আরও বলেন, তবে একটা বিষয়ে নিশ্চিতভাবে
বলতে পারি, মেঘনার বিরুদ্ধে
যে ব্যবস্থা
নেওয়া হয়েছে, তা প্রচলিত
আইন অনুসারেই
হয়েছে। কারো সঙ্গে বেআইনি আচরণ করা হয়নি। হাইকোর্টে
এই বিষয়ে যে প্রশ্ন উঠেছে, তার যথাযথ জবাব আমরা দেব। তবে অগ্রিম কোনো তথ্য নিয়ে এখন আলোচনা করা ঠিক হবে না।”
আইন
উপদেষ্টার
মন্তব্য
প্রসঙ্গে—
যে মেঘনার গ্রেপ্তারের
প্রক্রিয়াটি
সঠিক ছিল না— জানতে চাইলে খোদা বখস বলেন, এই মন্তব্য
যিনি করেছেন, প্রশ্নটা
তাকে করলেই ভালো হয়। উনি কী পরিপ্রেক্ষিতে
বলেছেন, তা তো আমি জানি না। আমাদের কেউ কিছু বলেননি।
গ্রেপ্তারের
প্রক্রিয়া
সম্পর্কে
জানতে চাইলে তিনি বলেন, একটি আদেশ আদালতের
মাধ্যমে
বাস্তবায়ন
হয়েছে। আদালতের
আদেশ বাস্তবায়ন
নিয়ে আমাদের মন্তব্য
করা সমীচীন নয়। যখন এটি পুলিশের
অভ্যন্তরীণ
বিষয় থাকে, তখন এক রকম হয়। কিন্তু যেহেতু এটি এখন হাইকোর্ট
পর্যায়ে
বিচারাধীন,
তাই আমরা আর কিছু বলছি না।