সিটি
কলেজ শিক্ষার্থীদের
সঙ্গে পূর্বের
সংঘর্ষের
জেরে আজ (১৫ এপ্রিল) দুপুরে ফের উত্তেজনা
সৃষ্টি হয় ঢাকা কলেজ এলাকায়।
পরিস্থিতি
নিয়ন্ত্রণে
আনতে পুলিশ শিক্ষার্থীদের
ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ
করে দেয়।
দুপুর ২টার দিকে ঢাকা কলেজ থেকে প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থী
মিছিল নিয়ে বের হন। তারা টিচার্স
ট্রেনিং
কলেজের সামনে পৌঁছালে
নিউমার্কেট
থানা পুলিশ তাদের পথরোধ করে।
সেখানে
উপস্থিত
শিক্ষার্থীরা
জানান, তারা আগের সংঘর্ষে
আহত এক সহপাঠীকে
সঙ্গে নিয়ে সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছিলেন
‘বিচারের
দাবিতে’ শান্তিপূর্ণভাবে।
তবে পুলিশের
বাধা অতিক্রম
করে সামনে এগোতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ
করে দেয়।
পরে
ঢাকা কলেজের শিক্ষকরা
ঘটনাস্থলে
এসে শিক্ষার্থীদের
শান্ত করেন এবং ক্যাম্পাসে
ফেরত নিয়ে যান।
রমনা
বিভাগের
নিউমার্কেট
জোনের সহকারী পুলিশ কমিশনার
(এসি) তারিক লতিফ জানান, পুনরায় যেন কোনো সংঘর্ষ না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। কয়েকজন শিক্ষার্থী
বাইরে বের হয়ে এসেছিল, তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ
করা হয়েছে। এখন পরিস্থিতি
নিয়ন্ত্রণে
রয়েছে এবং নতুন করে সংঘর্ষের
আশঙ্কা নেই।
এর
আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের
মধ্যে উত্তেজনার
সূত্রপাত
হয়। এ সময় শিক্ষার্থীদের
ইট-পাটকেল ছোড়াছুড়িতে
মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে
ডিএমপির
অতিরিক্ত
পুলিশ সদস্যরা
ঘটনাস্থলে
এসে পরিস্থিতি
নিয়ন্ত্রণে
আনেন।