প্রতিবারের মতো রঙ, উৎসব, গান আর মুখোশে মাতলেও এবারের বাংলা নববর্ষ উদযাপন পেয়েছে ভিন্নমাত্রা। বর্ষবরণ শোভাযাত্রায় যুক্ত করা হয়েছে ‘ফ্যাসিস্টের মুখাবয়ব’ নামের একটি প্রতীকী মোটিফ, যা সময়ের বাস্তবতা ও প্রতিবাদের প্রতিচ্ছবি হয়ে উঠে এসেছে।
এই ব্যতিক্রমী মোটিফ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা দিয়েছে আলোড়ন। প্রধান উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রেস সচিব শফিকুল আলম সকালে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে লেখেন, আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!
-67fcb611d591d.jpg)
আজ (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। রঙিন মুখোশ, ঐতিহ্যবাহী সাজ, ঢাক-ঢোল আর প্রতীকী বার্তায় ভরপুর এই শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, কৃষক প্রতিনিধি, নারী ফুটবলার, রিকশাচালক, এবং দেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।
এবারের আয়োজনে রাজনৈতিক প্রতীকের বাইরেও দেখা গেছে আন্তর্জাতিক সংহতির বার্তা। ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশে শোভাযাত্রায় বহন করা হয় ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং প্রতীকী তরমুজের ফালি।