সারাদেশের মানুষকে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ হোক বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করার দিন।
তিনি বলেন, “প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ।”
ড. ইউনূস আরও বলেন, “বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুন করে তুলে ধরার—নতুন প্রজন্মের কাছে, উৎসবমুখর পরিবেশে। এই ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং ছড়িয়ে পড়ুক বিশ্বের দরবারে।”
বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা ও অশুভতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা নতুন উদ্যোমে, নতুন প্রত্যয়ে এগিয়ে যাই। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন—আজ সবাইকে আপন করে নেয়ার দিন।”
তিনি নববর্ষকে নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ হিসেবে উল্লেখ করে বলেন, “চলুন, বিগত বছরগুলোর যন্ত্রণাকে পেছনে ফেলে সামনে তাকাই। নববর্ষে হোক নতুন শপথ—আমরা গড়ব এক বৈষম্যহীন বাংলাদেশ।”
গত বছরের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সুযোগ এনে দিয়েছে—বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ। এই সুযোগ যেন আমরা না হারাই। এই নববর্ষে আমাদের অঙ্গীকার হোক—বৈষম্যহীন নববর্ষ, বৈষম্যহীন বাংলাদেশ।”