× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস' কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

০৭ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশেনো ওয়ার্ক নো ক্লাস' কর্মসূচি পালন করা হচ্ছে। গত রাতেই শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে, এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও গাজার পক্ষে সংহতি জানিয়ে নোটিশ প্রদান করেছে।

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে, এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল আয়োজন করবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি, গাজায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।

রোববার (৬ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। একইভাবে, রাজধানীর বিজয় নগর এলাকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদও বিক্ষোভ মিছিল করেছে। তাদের স্লোগানে ছিল ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি। এসময়, সোমবার জেনারেল স্ট্রাইকে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা দেশবাসীকে আহ্বান জানায়।

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এই গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.