× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুমের তদন্তকারীদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়- চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট

০৬ এপ্রিল ২০২৫, ২০:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেছেন, যারা গুমের তদন্ত করতে গিয়েছিল, তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ (৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তাজুল ইসলাম জানান, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় তিনি বিচার কাজের গতি বাড়াতে দ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করার পরামর্শ দেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও জানান, চলতি মাসেই ট্রাইব্যুনালে দুটি মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।

বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক দলের দাবির বিষয়ে তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে, তবে অপরাধের বিস্তৃতি বিবেচনায় ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেওয়া কতটা বাস্তবসম্মত, তা সরকার অবশ্যই চিন্তা করবে।

এদিন, পৃথক দুটি আবেদনে সাভারে ইয়ামিন হত্যা এবং চানখারপুলে আনাস হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.