স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ের প্রধান সমস্যা হচ্ছে চাঁদাবাজি। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও অস্ত্রবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ (৩ এপ্রিল) দুপুরে, রাঙামাটির বাঘাইহাট ও সাজেক পরিদর্শন শেষে স্থানীয় বিজিবি সেক্টরের সঙ্গে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ৫ আগস্টের পর সমতলে অনেক থানার অস্ত্র লুট হয়েছে। এসব অস্ত্র উদ্ধার হলে বেশ কিছু সমস্যার সমাধান সম্ভব হবে।
এসময়, পাহাড়ের উন্নয়ন সঠিকভাবে পৌঁছানোর জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই সফরে তিনি বিজিবির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সৈনিকদের খোঁজ-খবর নেন। পরে, তিনি রাঙামাটি বিজিবি সেক্টরও পরিদর্শন করেন। এছাড়া, সাজেকে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশনা দেন।