× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই-আগস্টের গণহত্যা; বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

০৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচাল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

আজ (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, "জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পতিত সরকারের পক্ষ থেকে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের নির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। পাশাপাশি, নেপথ্যে থাকা কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে।"

এর আগে, ২ এপ্রিল চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে পৌঁছেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.