× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৫, ১০:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে, যাতে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ। 

আজ (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে শুরু হয় এই আনন্দ মিছিল। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হওয়ার পর বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই জনপ্রিয় সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এই সুরের সঙ্গে হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দে মেতে ওঠেন। 

মিছিলে অংশ নেওয়া পাঁচটি ঘোড়ার গাড়ির মধ্যে শুরু হয় মিছিল, যা মোট ১৫টি ঘোড়ার গাড়ি নিয়ে চলতে থাকে। 

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, "অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপন হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলে থাকব।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.