মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ ও নির্যাতনের শিকার
হয়ে শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
আজ
(১৩ মার্চ) এক শোকবার্তায় মির্জা
ফখরুল শিশুটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মির্জা
ফখরুল বলেন, মাগুরার কয়েকজন নরপশুর নিষ্ঠুরতা আছিয়ার মতো এক শিশুর ওপর
দিয়ে গেছে। এই ক্ষতচিহ্ন নিয়ে
হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জিত ও ব্যথিত করে
সে বিদায় নিয়েছে। এই অনুভূতির গভীরতা
ভাষায় প্রকাশ করা অসম্ভব।
তিনি
এই ঘটনার সঙ্গে জড়িত নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।