× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ দিনের মধ্যে মাগুরার সেই শিশু ধর্ষণের বিচার শুরু হবে

ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ ২০২৫, ১৭:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাগুরায় বছরের শিশু ধর্ষণের ঘটনায় দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ (১৩ মার্চ) আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

অধ্যাপক আসিফ নজরুল জানান, শিশু আছিয়া আজ দুপুর ১টার দিকে সিএমএইচে মারা গেছে। তিনি জানান, শিশুটির মরদেহ দাফনের জন্য হেলিকপ্টারে করে মাগুরায় নিয়ে যাওয়া হবে। মরদেহ এবং তার পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফরিদা আখতার সেখানে যাবেন এবং দাফন পর্যন্ত থাকবেন।

তিনি আরও জানান, ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে, আশা করা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় (দণ্ডবিধি) জবানবন্দি নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে তিনি জানান।

আসিফ নজরুল বলেন, অতীতে ধর্ষণ মামলায় / দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে মামলার বিচার হবে এবং দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

আইন উপদেষ্টা বলেন, ঘটনাকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের দিকে লক্ষ্য রাখা হবে এবং কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না।

গত মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ নিপীড়নের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। শিশুটির মা মাগুরা সদর থানায় মামলা করেছেন। এতে বোনের শ্বশুর, শাশুড়ি, ভাশুর ভগ্নিপতিকে আসামি করা হয়েছে। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শিশুটি মারা যাওয়ায় মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.