দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই, দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও তিনি আশাবাদী।
আজ (২৬ ফেব্রুয়ারি) রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে, তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছেন, যা অন্যদেরও উত্তসাহিত করছে। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি খারাপ করতে আওয়ামী লীগেরও ইন্ধন রয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে পরিস্থিতি খারাপ করতে চেষ্টা করছে। তবে, তিনি স্পষ্ট জানান, দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, গত ছয় মাসে বড় ধরনের অপরাধ কমেছে। একটি ঘটনা ভাইরাল হলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তিনি জানান, গত এক ঘণ্টা ধরে রাজধানীর চেকপোস্টগুলো পরিদর্শন করেছেন এবং সবখানে চেকপোস্ট বসানো হয়েছে, যা জনমনে আতঙ্ক কমাবে। পৃথিবীতে অপরাধ ছাড়া কোনো দেশ নেই, তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে, এমন মন্তব্যও করেন তিনি।