× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপারেশন ডেভিল হান্ট; সারাদেশে গ্রেফতার আরও ৬৩৯

ডেস্ক রিপোর্ট

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানঅপারেশন ডেভিল হান্টেগত ২৪ ঘণ্টায় আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে ফেব্রুয়ারি রাত থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত মোট হাজার ৬৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার বিকেল থেকে সোমবার বিকেল) ‘অপারেশন ডেভিল হান্ট’-এর পাশাপাশি বিভিন্ন মামলা এজাহারনামীয় আরও ৯৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের, একটি শটগানের সীসা কার্তুজ, একটি করে চাপাতি বটি এবং দুইটি ছোরা।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি থেকেঅপারেশন ডেভিল হান্টনামে বিশেষ অভিযান শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন। তখন তাদের ওপর হামলা চালানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.