রাজধানী
ঢাকায় চলমান নিরাপত্তা জোরদারের বিশেষ কার্যক্রম পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ
(২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস
বিভাগের উপ-পুলিশ কমিশনার
(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, আজ রাত ১০:১৫ মিনিটে রাজধানীর
বিজয় সরণির নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় চলমান বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এছাড়া
এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এই পরিদর্শনের মাধ্যমে
চলমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হবে।