তথ্য উপদেষ্টা
নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের
নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আজ (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানানো হয়েছে যে, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। গত কয়েকদিন ধরে এই বিষয়ে গুঞ্জন চলছিল, এবং নাহিদ ইসলাম নিজেও জানিয়েছিলেন, তিনি পদত্যাগের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের পর সেই পথ অনেকটা সহজ হয়ে গেল। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হবে।
রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। দলের নাম এখনো জানা না গেলেও, এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আকতার হোসেন।
এছাড়া মুখপাত্র ও মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম থাকার সম্ভাবনা রয়েছে। শীর্ষ পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা এবং আরিফুল ইসলাম আদীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, এবং মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ থাকার কথা জানা গেছে।
বিস্তারিত
আসছে...