× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কেটিংয়ের আনন্দে চীন-বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা, ঢাকায় 'স্প্রিং পার্টি'

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ঢাকায় আয়োজন করা হলো 'স্প্রিং পার্টি-২০২৫'। শনিবার  বিকেলে ঢাকার 'স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাবে'র সহযোগিতায় 'বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব' এই মিলনমেলার আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি, তাদের পরিবারের সদস্য এবং সিএমজি বাংলার বাংলাদেশ ব্যুরোর সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং তাদের পরিবারের সদস্যদের স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাব রোলার (স্কেটিং শো এবং স্কেটিং ট্রেনিং প্রদান করে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিএমজির বাংলা বিভাগের প্রতিনিধি অলিভিয়া ছু। তিনি বলেন, ‘গত বছর ২৪ ডিসেম্বর আমরা সফলভাবে বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাবের যাত্রা শুরু করি।

এই ক্লাবের অধীনে স্বনামধন্য বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। আজ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও তাদের পরিবারের সঙ্গে একত্রিত হতে পেরে আমরা আনন্দিত। এই বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। আসুন আমরা একসাথে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও গভীর করতে কাজ করি।’ বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজী রওনক হাসান বলেন, 'এখানে আসতে পারে আমি খুব খুশি। এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই। স্কেটিং বাংলাদেশে নতুন।

তবে বর্তমানে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।  আমি বিশ্বাস করি সিএমজির সাথে আমাদের স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমাদের আরও আদান প্রদান প্রয়োজন একে অপরের দেশে ভ্রমণের মাধ্যমে নিজেদের জানার সুযোগ তৈরি হবে।' সংগঠনটির সাধারণ সম্পাদক বাবুল তালুকদার বলেন, বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব আমাদের সম্মানিত করেছে। এর জন্য আমরা গর্বিত। আজকের দিনটি আমাদের জন্য বিশেষ একটি দিন। এমন আয়োজনের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও বিকশিত হবে।

সংগঠনের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী অনুষ্ঠানে এসেছিলেন পুরো পরিবার নিয়ে, তিনি বলেন আমাদের সন্তানেরা এই প্রথম স্কেটিং খেলা খেলেছে, আমি নিজেও স্কেটিং করেছি, আমরা সবাই আনন্দ উপভোগ করেছি ৷

 বাংলাদেশে স্কেটিং খেলা চলছে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে। এরপর গঠিত হয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। পাশাপাশি স্কেটিং খেলা চলছে ক্লাব বা ব্যক্তিগতভাবেও। এই ধারাবাহিকাতায় বাংলাদেশে চীনা নাগরিকের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাব। এই ক্লাবের অধীনে বাংলাদেশে স্কেটিং খেলোয়াড় তৈরির কাজ চলছে। স্কেটিং পার্ক ও ক্লাবের পরিচালক চেরি চাও বলেন, আমরা এই আয়োজনে সহযোগিতা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ক্লাব সবসময় দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্র¯‘ত।" এদিকে স্কেটিং করতে এসে নতুন এক ক্রীড়ার স্বাদ পেয়েছেন অনেকে দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় এই 'স্প্রিং পার্টি'। এমন আয়োজন ভবিষ্যতে আরও বৃহত্তর বিনিময়ের পথ প্রশস্ত করবে বলে আশা করেন আয়োজকরা।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.