× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছোটখাটো ঘটনা ঘটছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম এবং নাগরিকরা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন—এই অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং তার পদত্যাগের দাবি জানান।

আজ (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়েছে।"

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেই খারাপ নয়, বরং ৫৩ বছর ধরে কোনো মিডিয়া কখনও এমন পরিস্থিতি বলেনি। পরিস্থিতি আগের মতোই রয়েছে, তবে এটি সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আজ রাতে দেখবেন পরিস্থিতি কী হয়। অপরাধ ঘটলেই ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরেশোরে চলবে।"

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হবে। তিনি বলেন, "মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।"

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যে তাদেরকে মটরসাইকেল প্রদান করা হবে, এমনটিও জানান প্রেস সচিব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.