আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সেই অনুযায়ী আমাদের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। অর্থাৎ, ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা হতে পারে।
আজ (২৪ ফেব্রুয়ারি) নগরীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
সিইসি আরও বলেন, আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। তবে আমাদের টার্গেট ডিসেম্বরের জাতীয় নির্বাচন। সেই অনুযায়ী আমাদের দুই মাসের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের পর্যবেক্ষণ সম্পর্কে তিনি বলেন, কমিশন জানিয়েছে জুনে নির্বাচন সম্ভব, তবে ১৬-১৭ লাখ মৃত ভোটার ও নতুন ৩৫ লাখ ভোটারকে বাদ না দিলে এটি বাস্তবায়ন সম্ভব হবে না। ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী জুন মাসে শেষ হবে।
সিইসি বলেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের বক্তব্য তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এবং নির্বাচন কমিশন এ বিষয়ে মন্তব্য করতে চায় না। কমিশন মনে করে, রাজনৈতিক বিতর্কে জড়ানো উচিত নয়, বরং ভোটার তালিকা হালনাগাদে মনোযোগ দিতে হবে।
তিনি আরও জানান, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সীমানা নির্ধারণের কিছু আবেদন এখনও আইনগত জটিলতার কারণে নিষ্পত্তি করা হয়নি। এ জন্য তারা ইতোমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে এবং আরও কিছু প্রস্তাব দেবে।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সিইসি বলেন, তারা মনে করেন ডিসেম্বরে নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে। সব পক্ষের সহযোগিতায় তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চান, যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।