× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি' নাম পছন্দ না হওয়ায় রেললাইন অবরোধ

ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম । আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করে গাজীপুরে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

আজ (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে কালিয়াকৈরের হাইটেক রেলস্টেশনের সামনে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' রাখতে হবে।

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করা হয়েছে এবং গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তারা এই নামটি পছন্দ করেননি। তারা দ্রুত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' রাখতে চান। এর আগে, তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও করেছে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিল। 

আজ সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন, এরপর তারা হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করেন। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীরা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য আটকে রেখেছিল, তবে পরে ট্রেন চলাচল শুরু হয়। সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.