× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনে রাতে যেখানে থাকুক, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব

ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

ছবিঃ সংগৃহীত।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবির মুখে রবিবার ঢাকার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরিস্থিতিতে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যআওয়ামী দোসরদেরদায়ী করেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে বারিধারা ডিওএইচএস-এর নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য আওয়ামী লীগের দোসররা চেষ্টা করছে। তাদের হাতে প্রচুর টাকা রয়েছে, যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে তারা সেই সুযোগ পাবেন না। তাদের সবাইকে ঘুম হারাম করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “এই দোসরদের কোথাও দাঁড়াতে, বসতে কিংবা শুতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা আরও কঠোরভাবে অভিযান চালায়। যদি তারা ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, “দিনে এবং রাতে যেখানে প্রয়োজন, আমাদের বাহিনী সেখানে যাবে এবং এসব অপতৎপরতা প্রতিহত করবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা এই কাজ করছে তাদের ঘুম হারাম হয়ে যাবে এবং তারা কোথাও নিরাপদ থাকবে না।

নিজের পদত্যাগের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদত্যাগের দাবি নতুন কিছু নয়। শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায় এবং আমি সেটাই করার চেষ্টা করছি। যদি পরিস্থিতি উন্নত হয়, তবে পদত্যাগ নিয়ে আর কোনো আলোচনা হবে না।

রবিবার রাতে রামপুরা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনার জন্যও তিনিআওয়ামী লীগের দোসরদেরদায়ী করেন। তিনি বলেন, “যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকে, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.