× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপারেশন ডেভিল হান্ট; সারা দেশে গ্রেপ্তার আরও ৫৮৫ জন

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন 'ডেভিল হান্ট'- এ  গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে হাজার ৪৯২ জনকে।

আজ (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান। তিনি বলেন, অপারেশন 'ডেভিল হান্ট' থেকে ৫৮৫ জন এবং অন্যান্য অভিযানে হাজার ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন 'ডেভিল হান্ট' থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে: একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা এবং ৬টি চাকু।

এই বিশেষ অভিযানটি ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়। ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, যা নেতৃত্ব দেয় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই হামলায় কয়েকজন আহত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

এই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যার পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি থেকে অপারেশন 'ডেভিল হান্ট' শুরু হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.