প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, কমিশনের নির্দেশনা পালনে কোনো কর্মকর্তা অবহেলা করলে বা কথা না শুনলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তিনি জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার কাজ চলছে। সিইসি আরও বলেন, ‘‘আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, শুধুমাত্র একটি পারফেক্ট ভোটার লিস্ট তৈরি করার দিকে মনোযোগ দিচ্ছি।’’
আজ (২৩ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি উল্লেখ করেন, ‘‘এখন থেকে কোনো কর্মকর্তা যদি আইনের কথা না শোনেন, তবে তাকে পদত্যাগ করতে হবে। আগে কিছু কর্মকর্তা কথা না শুনে পার পেয়ে গেছেন, কিন্তু এখন আর সে সুযোগ থাকবে না।’’ তিনি বলেন, ‘‘আইনের ঊর্ধ্বে কেউ নেই। এখন থেকেই তারা কোনো অনিয়ম করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’
রোহিঙ্গা সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘‘এতদিন আমি মনে করতাম রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক হতে চায়, কিন্তু সম্প্রতি জানতে পারলাম, কিছু বাংলাদেশি নাগরিক জাতিসংঘের রেশনের সুবিধা পাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্পে নাম লিখিয়েছে। এ ধরনের ঘটনা আগে কখনো শুনিনি।’’ সিইসি আরও বলেন, ‘‘এছাড়া, স্থানীয়দের মধ্যে রোহিঙ্গাদের সঙ্গে বিয়ের ঘটনা ঘটছে, যা নতুন সমস্যা সৃষ্টি করছে।’’
মতবিনিময় সভায় কক্সবাজারের জেলা প্রশাসক সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।