× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘জনস্বার্থে' অবসরে পুলিশের চার ডিআইজি

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকার বাংলাদেশ পুলিশের চার জন উপ-মহাপুলিশ পরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে আছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং ডিআইজি আমেনা বেগম।

আজ (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ শাখা-১) এর সিনিয়র সচিব নাসিমুল গনি এই সিদ্ধান্তে স্বাক্ষর করেন এবং পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের অবসরের বিষয়টি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।

এই প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরগ্রহণকারী কর্মকর্তারা তাদের প্রাপ্য অবসরজনিত সুবিধাদি পাবেন এবং তাদের অবসরজনিত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.