× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই একর জমির গাঁজা গাছ পুড়িয়ে দিল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট

২১ জানুয়ারি ২০২৫, ১৯:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জেলার গুইমারার তিন্দুকছড়ি এলাকায় দুই একর জমিতে চাষ করা গাজা গাছ জ্বালিয়ে দিয়ে ধ্বংস করেছে। সেনাবাহিনীর ধারণা ধ্বংস করা গাছ থেকে অন্তত ৫০ লাখ টাকার গাঁজা উৎপাদন হতো।

আজ (২১ জানুয়ারি) সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে এই গাঁজাখেত ধ্বংস করেন।

দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোকচক্ষুর আড়ালে গহিন অরণ্যে গাঁজা চাষ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনাক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহিন অরণ্যে অভিযান চালিয়ে গাঁজা খেত ধ্বংস করেন সেনাসদস্যরা।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপঅধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.