× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘদিন পর সুন্দরবনে একসঙ্গে ৩ বাঘের দেখা পেলো পর্যটকরা

ডেস্ক রিপোর্ট

২১ জানুয়ারি ২০২৫, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকদের রয়েল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময়ই, বাঘের পায়ের ছাপ দেখেই আশা মেটাতে হয় পর্যটকদের। তবে এবার দীর্ঘদিন পর একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়ে উচ্ছসিত পর্যটকরা।

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় আবারও একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন পর্যটকরা। এর মধ্যে দুটি বাঘ অপর একটি বাঘকে আক্রমণ করে নদীতে ফেলে দেয়। গতকাল (২১ জানুয়ারি) দুপুরে কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কার খুলনার পর্যটক গাইড মো. আলামিন বলেন, রোববার দুপুরে তাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান পর্যটকরা। বাঘ তিনটির মধ্যে দুইটি পুরুষ একটি বাঘিনী। সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিল। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভেসেছে। পরে সাতরে উঠে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। দৃশ্য ধারণ করেন তিনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েবুর রহমান সুমন বলেন, এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চের ভ্রমণরত পর্যটকরা বনের বেতমোড় এলাকায় এক সঙ্গে তিনটি বাঘ দেখেছেন বলে জানিয়েছেন। কিছুদিন আগে কটকার বাদামতলা এলাকায় বনরক্ষীদের টহলদানকালে আমি নিজেই এক সঙ্গে চারটি বাঘ দেখতে পেয়েছি। চোরা শিকারীর সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় এক সঙ্গে তিনটি বাঘ ২০ ঘণ্টা ধরে অবস্থান করছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.