× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফের ‘কোটা না মেধা' স্লোগানে উত্তাল শহীদ মিনার

ডেস্ক রিপোর্ট

২০ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সদ্য প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিল করে পুনরায় প্রকাশসহ কোটা বাতিলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হন। রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন।

সরেজমিনে দেখা গেছে, স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থীরাঅবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে', ‘কোটা না মেধা-মেধা মেধা', ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবেইত্যাদি স্লোগান দিচ্ছেন।

সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো।

এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।

সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী বলেন, আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে? আমরা এই ফল মানি না।

এর আগে, গতকাল (১৯ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

অপরদিকে, গতকাল (১৯ জানুয়ারি) রাত ১০টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, আজকে মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্রজনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে।

তিনি আরও বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে ৪১ পেয়ে চান্স পেয়েছে, অথচ ৭৫ নম্বর পেয়েও কারও চান্স হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই এই কোটা প্রথা বাতিল করা হোক। নতুন করে ফলাফল প্রকাশ করা হোক, সেখানে যেন কোনো কোটা না থাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.