ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা ব্যক্তিগত বিষয় সামনে আসছে। টিউলিপ সিদ্দিকের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সজীব ওয়াজেদ জয়। এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও খবর প্রকাশ্যে এসেছে—নিজেই জানালেন, তিন বছর আগে স্ত্রী ক্রিস্টিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয় লেখেন, "ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।"
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি রিপোর্ট ফাঁস হয়, যেখানে জয়ের বিরুদ্ধে কিছু আর্থিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়। জয় এই রিপোর্টকে বিভ্রান্তিকর ও ভুল তথ্যপূর্ণ বলে দাবি করেছেন।
তিনি জানান, "এফবিআইয়ের অসাবধানতা ও ভুলের কারণে রিপোর্টের অসত্য তথ্য স্পষ্ট হয়ে উঠেছে। এতে বেশ কিছু গুরুতর ভুল রয়েছে।"
এফবিআই-এর ওই তদন্ত প্রতিবেদনে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য থাকার কথা উল্লেখ করা হয়। সে প্রসঙ্গে ভুল ধরিয়ে দিতে গিয়েই জয় প্রকাশ করেন, "ক্রিস্টিন এবং আমি দীর্ঘদিন ধরেই আলাদা। আমরা প্রায় তিন বছর আগে বিচ্ছিন্ন হয়েছি।"