× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীর গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে পড়ে রুশ নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

০৪ জানুয়ারি ২০২৫, ১৪:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত বিদেশীদের আবাসিক এলাকা গ্রীনসিটির ভবন থেকে লাফিয়ে পড়ে সেনিয়া পোশতারুক (৩৯) নামে এক রূশ নারীর মৃত্যু হয়েছে।

আজ ( ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টায় গ্রীনসিটির নম্বর ভবনের ৪২ নং কক্ষে এই ঘটনা ঘটে।

তিনি আরএনপিপিতে রাশিয়ান মালিকাধীন সাব ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ- কর্মরত ছিলেন। স্বামী আন্দ্রে গ্লেদি শিয়েব (৫২) সঙ্গে গ্রীনসিটি নম্বর ভবনের তলার ৪২ নং কক্ষে থাকতেন। তাঁরা রাশিয়ার শহর ভিতালী পোশতারোর বাসিন্দা।

ঘটনার পরপরই গ্রীনসিটি দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রীনসিটি নিরাপত্তাকর্মীদের সুত্রে জানা যায়, ঘটনার সময় ভবন থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর ওই নারী ভবনের তলার জানালার গ্লাস ভেঙ্গে নিচে কংক্রিটের ওপর পড়ে যান। এতে তাঁর মুখমন্ডল থেঁতলে যায়।গ্রীনসিটিতে দায়িত্বর চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে ওই নারীকে মৃত ঘোষনা করেন।

সুত্রটি আরও জানায়, এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটি নিরাপত্তা অফিসে নেওয়া হয়।

গ্রীনসিটি নিরাপত্তা বাহিনী ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে ঘটনা ঘটতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.